ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর জেলেরা এখন আশ্রয় নিয়েছে দৌলতদিয়া ৭ নম্বর ফেরী ঘাটের তীরে। মাঝ নদীতে তারা মাছ না ধরে মাছ ধরার জাল মেরামতসহ নৌকায় আলকাতরা ও নৌকায় লোহা দিয়ে মেরামত কাজে ব্যস্ত সময় পার করছেন।
গতকাল ১২ই মে ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরীঘাটে গিয়ে তাদের নৌকা মেরামতের চিত্র দেখা যায়। জেলেরা জানান, তারা টেলিভিশনের খবরে ও মৎস্য অফিসের মাধ্যমে জানতে পেরেছেন ঘূর্ণিঝড় মোখা নদীতে আঘাত আনবে। তাই তারা নদীতে মাছ ধরতে না গিয়ে নদীর কিনারেই নৌকা বেঁধে সেগুলোর মেরামত কাজ করছেন।
দৌলতদিয়া নৌপুলিশের ওসি সিরাজুল কবির জানান, ঘূর্ণিঝড় মোখা আঘাত আনতে পারে জেনে আমরা নদীতে টহল দিয়ে জেলেদের ঘূর্ণিঝড় মোখার সর্তক বার্তা দিচ্ছি। যেন তারা পদ্মার নদীর মাঝে গিয়ে মাছ না ধরেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাব এখন পর্যন্ত পদ্মার দৌলতিদয়া-পাঁটুরিয়া নৌরুটে পড়েনি। পদ্মা নদীর পানি একটু বাড়লেও ফেরী চলাচল স্বাভাবিক রয়েছে।