ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
কেন্দ্রীয় কৃষকলীগ নেতা হকের নেতৃত্বে রাজবাড়ীর বানিবহে কৃষকের ধান কেটে দিল কর্মীরা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-১৩ ১৯:১৭:৩৪

রাজবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শ্রমিক ও অর্থ সংকটে থাকা কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে কৃষকলীগ।

গতকাল ১৩ই মে সকালে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বিচাত্রা গ্রামে দুলাল পাটোয়ারীর এক একর জমির পাকা ধান কেটে দেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে কৃষকলীগের নেতাকর্মীরা।

ধানকাটা উৎসবে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আল মামুন আরজু, সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মিয়া, সাংগঠনিক সম্পাদক নিফাজ মন্ডল, সমাজ সেবক আবুল কালাম আজাদ, জেলা কৃষকলীগের সদস্য মোঃ দারোগ আলী মন্ডল, বানিবহ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আঃ শুকুর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ ছালাম মোল্লাসহ কৃষকলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিনা পারিশ্রামিকে ধান কেটে দেওয়ায় কৃষকলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃষক দুলাল প্রামানিক।

শুধু ধান কেটে দেওয়া নয়, কৃষকের আর্থিক সহযোগিতা করাসহ তাদের যেকোন বিপদ আপদে পাশে থাকারও অঙ্গীকার করেন কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ