বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার আসলো। তাদের আসার মূল উদ্দেশ্য একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। তারা এসেই বিভিন্ন সেক্টরে সংস্কার শুরু করেছে। সংস্কারের নামে নয় মাস চলে গেছে। নির্বাচন কিন্তু দিচ্ছে না তারা। এই নির্বাচন কবে দিবে এইটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। বিএনপিসহ অন্যান্য দল বলছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে। সেনাবাহিনীও বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু ড. ইউনূস বলছে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে গতকাল ৩রা জুন বিকালে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ডিসেম্বরে নির্বাচন না দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। মানুষের আকাঙ্খা নির্বাচন দ্রুত দিতে হবে। সেই নির্বাচন যখন ইউনূস সরকার দিচ্ছে না তখন মনে হচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়। নির্বাচনকে বিভিন্নভাবে পিছিয়ে দিয়ে ইউনূস সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে চাচ্ছে। তাই নেতৃবৃন্দকে সতর্ক হতে হবে। এই সরকারের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র একটি নির্বাচন করে দেওয়া। দেশ কিভাবে চলবে তা ঠিক করবে একটি নির্বাচিত সরকার। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে সরকার নির্বাচন ছাড়া আরও কিছু কাজ করতে চায় তখন বুঝতে হবে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের জবাব দিতে হলে আমাদের প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই গণতন্ত্রের আকাঙ্খা নিয়ে এই দেশ পরিচালনা করেছিলেন সেই গণতন্ত্রের একই আকাঙ্খা নিয়ে আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি। সেই বিপ্লব শুধু ছাত্ররা করেনি, শ্রমিকরাও করেছে। হাজার হাজার মানুষ মারা গিয়েছে। এই সরকার একটা ষড়যন্ত্রের মধ্যে আছে, তারা গভীর ষড়যন্ত্র শুরু করেছে যাতে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে না পারে। সুতরাং জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, আত্মত্যাগ, সাহসিকতা আমাদের অনুপ্রেরণা যোগায়। জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের রূপকার ছিলেন। মানবিক বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাত দিন পরিশ্রম করেছেন। শহীদ জিয়ার থেকে আমরা শিক্ষা ব্যবস্থা ও স্বনির্ভর বাংলাদেশের শিক্ষা পেয়েছি। আমার জনগণের দল, আমরা জনগণের সাথে থাকতে চাই। জিয়াউর রহমান সততা, নিষ্ঠা ও গণতন্ত্রের প্রতি আস্থা নিয়ে বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলো। কিন্তু সেই দেশ বারবার হায়নার কবলে গিয়ে পড়েছে। শেখ হাসিনা গত ১৮ বছরে গোটা বাংলাদেশের চরিত্র নষ্ট করে দিয়েছে। প্রশাসনের লোক দুর্নীতিবাজে পরিণত হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে দেশ আবার নতুন করে পুনর্গঠন করা হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ কে এ বারীর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সদস্য নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আকমল হোসেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি এবিএম ছাত্তার, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমান, ওলামা দলের সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইসায়মিন আক্তার প্রিয়া, জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান, জেলা যুবদলের যুুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, এস এম কাওসার মাহমুদ, জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, রবিন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।