বিচারাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ীতে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল ৩১শে জুলাই সকাল ১০টায় রাজবাড়ী আদালত চত্বর প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা আদালত চত্বর থেকে পদযাত্রা করে জেলা আম্রকানন চত্বরে এসে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
মার্চ ফর জাস্টিসের পদযাত্রায় জাতীয়তাবাদী আইনজীবীর ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডঃ এএনএম শাহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডঃ আব্দুর রাজ্জাক(২), জেলা বারের সাবেক সম্পাদক এডঃ কে এ বারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সম্পাদক এডঃ আরিফ উদ্দিন খান দিপু, এডঃ হাকিম খান রিপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সদস্য এডঃ এম এম শাহরিয়ার জামান রাজিব, এডঃ মোহাম্মদ আইয়ুব খান, এডঃ মোঃ আহাদুল ইসলাম রতন ও এডঃ জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে আমাদের দেশে যে খুন, গুম ও অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে। ফ্যাসিবাদ দোসরদের বিচার করতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে। তার আমলা ও কামলাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। জুলাই হত্যাকারীদের বিচার করতে হবে।
তারা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭ বছর বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে আমাদের আইনজীবী ফোরামের সদস্যদের অত্যাচার নির্যাতন করেছিল। ১৭ বছর অনেক অন্যায় অত্যাচার হয়েছে। আমরা নিরবে কেঁদেছি। যেখানে স্বৈরাচারের দোসররা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফর্মায়েসি রায় দিয়েছিল অবিলম্বে তাদের অপসারণ দাবী করেন।