ঢাকা শুক্রবার, আগস্ট ১, ২০২৫
কালুখালীতে ৩০ কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
  • জুয়েল সরদার
  • ২০২৫-০৭-৩১ ১৫:৩৮:৫৬

রাজবাড়ী জেলার কালুখালীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় উপজেলার ৩০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। 
 গতকাল ৩১শে জুলাই সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
 কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইদুর রহমান বক্তব্য রাখেন। 
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ আবদুল হামিদ খান ও রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য দেন কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার। 
 এছাড়া অন্যান্যর মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, এ.জেড.এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী শেখ ও এ.জেড.এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী রুবাইয়া আক্তারসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 
 প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইদুর রহমান শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদানে এই কর্মসূচীর গুরুত্ব তুলে ধরে বলেন, পারফরমেন্স বেজড গ্র্যান্টস কর্মসূচীর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে গুণগত শিক্ষা অর্জনের আগ্রহ সৃষ্টি করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান। এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সাহায্য করবে।
 এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 আলোচনা সভা শেষে কালুখালী উপজেলার মধ্যে এসএসসি ও এইচএসসি ২০২২ ও ২০২৩ সালের ৩০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে এ সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে।
 উল্লেখ্য, পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় সারা দেশের কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের পুরস্কার প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

 

কালুখালীতে ৩০ কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
পাংশায় মন্দিরে জমিদান করতে গিয়ে কমিটির প্রতারণায় সর্বশান্ত গুরুদাসী
সর্বশেষ সংবাদ