ঢাকা শুক্রবার, আগস্ট ১, ২০২৫
বসন্তপুরে প্রতিপক্ষের হামলায় নিহত কৃষক আমজাদের কবর জিয়ারতে সাবেক এমপি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-৩১ ১৫:৩৮:১৫

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত কৃষক আমজাদের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের খোঁজখবর নিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 গতকাল ৩১শে জুলাই বিকেলে তিনি মুচিদাহ গ্রামে নিহত আমজাদের বাড়ীতে যান তিনি।
 এ সময় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কৃষক আমজাদের কবর জিয়ারত করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
 এ সময় রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, জেলা বিএনপির সদস্য মোঃ সাজেদুল বিশ্বাস সাজ্জাদ, বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক কামাল মিয়া, বসন্তপুর ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল আলম খান, নিহত আমজাদের ছেলে ওয়ার্ড যুবদলের সভাপতি শরিফ হোসেন খানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, গত ২৩শে জুলাই সন্ধ্যায় কৃষক আমজাদ বাড়ী থেকে বের হলে বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামে তার প্রতিপক্ষ পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। গত ২৬শে জুলাই বিকেলে ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কৃষক আমজাদ খান সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

 বসন্তপুরে প্রতিপক্ষের হামলায় নিহত কৃষক আমজাদের কবর জিয়ারতে সাবেক এমপি
 রাজবাড়ীতে মার্চ ফর জাস্টিস দিবস উদযাপন উপলক্ষে পদযাত্রা কর্মসূচী
রাজবাড়ীর পৌরসভার সাবেক কমিশনার  ওয়ার্কার্স পার্টির নেতা আরবানের ইন্তেকাল
সর্বশেষ সংবাদ