ঢাকা শুক্রবার, আগস্ট ১, ২০২৫
নেপালের ইসিমোড সৌজন্য পরিদর্শনে বাংলাদেশের রাষ্ট্রদূত
  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৫-০৭-৩১ ১৫:৩১:৪৭

নেপালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান গত ৩০শে জুলাই কাঠমান্ডুস্থ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ICIMOD) পরিদর্শন করেন।
 জানা গেছে, ইসিমোড (ICIMOD) এর মহাপরিচালক ড. পেমা গ্যামতশো-এর আমন্ত্রণে তিনি এই আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থাটি সফর করেন। 
 এ সময় ইসিমোড (ICIMOD) এর মহাপরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বাংলাদেশের রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান।
 সফরকালে ইসিমোড(ICIMOD) এর কর্মকর্তাবৃন্দ বাংলাদেশের রাষ্ট্রদূতকে হিন্দ কুশ হিমালয় অঞ্চলে সংস্থাটির মূল কার্যক্রম ও প্রকল্পসমূহ সম্পর্কে অবহিত করেন। এছাড়াও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সংস্থাটির পরিচালিত কাজ ও প্রকল্পসমূহ সম্পর্কে উপস্থাপনা প্রদান করা হয়। 
 বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান সবুজ, অন্তর্ভূক্তিমূলক ও জলবায়ু সহনশীল উন্নয়নের পথে উত্তরণে অবদান রাখার জন্য ICIMOD-কে ধন্যবাদ জানান।
 তিনি টেকসই উন্নয়নে পার্বত্য অঞ্চল হতে বদ্বীপ পর্যন্ত সংযোগের ওপর গুরুত্বারোপ করেন এবং বিজ্ঞান-ভিত্তিক অংশীমূলক যৌথ সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরত্বারোপ করেন। যা বিপুল জনগোষ্ঠীর নতুন জীবিকা সৃষ্টি করতে সহায়তা করবে।
 তিনি জলবায়ু পরিবর্তন ও আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন এবং ICIMOD-এর কার্যক্রমের বিস্তারে ও এতে বৈচিত্র্য আনতে বাংলাদেশের সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন। 
 উল্লেখ্য, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট(ICIMOD) একটি আঞ্চলিক-আন্তঃরাষ্ট্রীয় শিক্ষা ও জ্ঞান বিনিময় সংস্থা, যা ১৯৮৩ সালে কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয়। হিমালয় হিন্দ কুশ অঞ্চলের আটটি দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তান এই সংস্থার সদস্য রাষ্ট্র।

 নেপালের ইসিমোড সৌজন্য পরিদর্শনে বাংলাদেশের রাষ্ট্রদূত
কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে নেপালি চিকিৎসক প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ