নেপালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান গত ৩০শে জুলাই কাঠমান্ডুস্থ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ICIMOD) পরিদর্শন করেন।
জানা গেছে, ইসিমোড (ICIMOD) এর মহাপরিচালক ড. পেমা গ্যামতশো-এর আমন্ত্রণে তিনি এই আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থাটি সফর করেন।
এ সময় ইসিমোড (ICIMOD) এর মহাপরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বাংলাদেশের রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান।
সফরকালে ইসিমোড(ICIMOD) এর কর্মকর্তাবৃন্দ বাংলাদেশের রাষ্ট্রদূতকে হিন্দ কুশ হিমালয় অঞ্চলে সংস্থাটির মূল কার্যক্রম ও প্রকল্পসমূহ সম্পর্কে অবহিত করেন। এছাড়াও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সংস্থাটির পরিচালিত কাজ ও প্রকল্পসমূহ সম্পর্কে উপস্থাপনা প্রদান করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান সবুজ, অন্তর্ভূক্তিমূলক ও জলবায়ু সহনশীল উন্নয়নের পথে উত্তরণে অবদান রাখার জন্য ICIMOD-কে ধন্যবাদ জানান।
তিনি টেকসই উন্নয়নে পার্বত্য অঞ্চল হতে বদ্বীপ পর্যন্ত সংযোগের ওপর গুরুত্বারোপ করেন এবং বিজ্ঞান-ভিত্তিক অংশীমূলক যৌথ সমাধানের প্রয়োজনীয়তার উপর গুরত্বারোপ করেন। যা বিপুল জনগোষ্ঠীর নতুন জীবিকা সৃষ্টি করতে সহায়তা করবে।
তিনি জলবায়ু পরিবর্তন ও আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন এবং ICIMOD-এর কার্যক্রমের বিস্তারে ও এতে বৈচিত্র্য আনতে বাংলাদেশের সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট(ICIMOD) একটি আঞ্চলিক-আন্তঃরাষ্ট্রীয় শিক্ষা ও জ্ঞান বিনিময় সংস্থা, যা ১৯৮৩ সালে কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয়। হিমালয় হিন্দ কুশ অঞ্চলের আটটি দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তান এই সংস্থার সদস্য রাষ্ট্র।