বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কমরেড আরবান আলী(আরমান কমিশনার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
গতকাল ৩১শে জুলাই রাজধানীর ঢাকা বারডেম হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, আজ ১লা আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটে কলেজপাড়া পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর নিউকলোনী কবরস্থানে তাকে দাফন করা হবে।