ঢাকা সোমবার, জুলাই ২৮, ২০২৫
পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন--বিএনপির মহাসচিব
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৭-২৭ ১৫:৪১:৫৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা ব্যারেজ ও দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে ঐতিহাসিক সেমিনার গতকাল ২৭শে জুলাই রাজধানী ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়।

 সেমিনারের শুরুতে উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীসহ পাইলট তৌকির ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। শোক প্রস্তাব উপস্থাপন করেন পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহার মোঃ হাফিজুল হক।
 পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন।
 সেমিনারে বিশেষ অতিথি হিসেবে পিপিআরসির নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ডঃ আইনুন নিশাত, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রফেসর আব্দুল হান্নান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকি, বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 সেমিনারের পদ্মা ব্যারেজ সংক্রান্ত তথ্য ও ছবি সম্বলিত একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ ভুঁইয়া।
 সেমিনারে পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু সংক্রান্ত এ্যানিমেশন দেখান এক্সপেনশন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট সিইও সাদাত খান। দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন প্রকৌশলী মোঃ শরীফুল ইমাম।
 এছাড়াও নির্ধারিত আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার(ওয়ারপো) সাবেক মহাপরিচালক প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী।
 সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগণের জীবন-জীবিকার প্রশ্ন জড়িত থাকায় বিএনপি এই অঞ্চলগুলোর উন্নয়নে অত্যন্ত সচেতন। জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো কঠিন কাজই সম্ভব। জনগণের ঐক্যবদ্ধ দাবীই পরবর্তী সরকারগুলোকে এই প্রকল্পগুলো বাস্তবায়নে বাধ্য করবে।
 মির্জা ফখরুল বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা পারি এবং আমার বিশ্বাস যে, আমরা পারব। নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবী নিয়ে সামনে দাঁড়াতে হবে।
 মির্জা ফখরুল বলেছেন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন। জনগণের মধ্য থেকে এই দাবী উঠে এলেই তা সম্ভব হবে। প্রায় ৮ কোটি মানুষের জীবন-জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ৭ বার সম্ভাব্যতা যাচাই হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভাসানী যেমন- ফারাক্কা সমস্যাকে শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তেমনি পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর দাবী নিয়েও জনগণের মধ্যে জাগরণ সৃষ্টি করা উচিত।
 বিএনপি মহাসচিব বলেন, ফারাক্কা ব্যারেজ শুধু রাজবাড়ী বা নির্দিষ্ট কোনো এলাকার সমস্যা নয়, এটি সমগ্র দক্ষিণাঞ্চলের সমস্যা। এ অঞ্চলের মানুষের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবী নিয়ে সামনে দাঁড়াতে হবে, যে সরকারই আসুক না কেন তাদের এই বিষয়ে কাজ করতে হবে।
 বিএনপি মহাসচিব বলেন, আমরা দেশের মানুষের পালস বুঝি। তারা উন্নতি চায়, একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা পারি এবং আমার বিশ্বাস যে, আমি আমরা পারব। নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবী নিয়ে সামনে দাঁড়াতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান এবং গত ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা প্রমাণ করে যে, ঐক্যবদ্ধ থাকলে বাঙালি জাতি সবকিছু অর্জন করতে পারে।
 সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগেই থেকে উপলব্ধি করেছি। ২০১৬ সালে আমরা প্রথম ভিশন-২০৩০ দিয়েছি, যেখানে আমাদের সব পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা প্রথম বিএনপির পক্ষ থেকে বলেছি। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন। ২০২২ সালে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দেন, যে ৩১ দফাই আজকে কিন্তু সব সংস্কার বিষয়ক যে কমিটিগুলো হয়েছে সেখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
 মির্জা ফখরুল বলেন, সবকিছুই নির্ভর করবে মানুষের ওপরে। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, আমরা তারও আগে ১৯৫২ সালে ভাষা আন্দোলন করেছি, ঊনসত্তরে আন্দোলন করেছি এবং সবশেষে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। গত জুলাই-আগস্ট মাসে একটা ভয়াবহ দানবীয় সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি। সুতরাং আমরা পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমার বিশ্বাস আগামীতেও আমরা পারবো।
 তিনি বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমি এইটুকু বুঝি যে, আমার দেশের মানুষের পালস সেটা আমি বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়। জনগণ একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা চায় এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু সব বিষয়ের সমাধানে পথ খুঁজে পাওয়া যাবে।
 ফ্যাসিস্ট সরকার পতনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, সেগুলো নিয়ে যদি কাজ করি এবং আমাদের মধ্যে সেই ঐক্য যদি থাকে-তাহলে আমরা সফল হবো।
অনুষ্ঠানে ব্র্যাকের চেয়ারম্যান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ রাজনৈতিক সন্ধিক্ষণে আছে। শুধুমাত্র রাজনৈতিক কাঠামোর বিষয় নয়, আমাদের আগামীর রাজনীতির পথ চলার বৈশিষ্ট্য কী হবে সেটাই এই মুহুর্তে গুরুত্বপূর্ণ বিষয়।
 সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ফারাক্কার কারণে বাংলাদেশের এক তৃতীয়াংশ, কেউ বলে ৩৭ শতাংশ মানুষ-জমি প্রকটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবাই বুঝি কী হয়েছে? আমি প্রত্যাশা করছি, আগামী বছর নতুন সরকার আসলে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গা চুক্তির নিশ্চয়তা পাবো।
 ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলেন, গঙ্গা ব্যারেজ না হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভবিষ্যত খুব খারাপ অবস্থায় যাবে। আপনারা নিজের দেশটাকে কতটুকু জানেন? জানেন না। সাতক্ষীরা-খুলনা-বাগেরহাট-বরগুনার দক্ষিণাংশে এরই মধ্যে জনসংখ্যা গ্রোথ নেগেটিভ। মানুষ ওখান থেকে পালাচ্ছে? কারণ সেটা বসবাসযোগ্য নেই।
 সভাপতির বক্তব্যে পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের জাতীয় ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ইস্যুটি আমরা বাস্তবায়ন করতে পারবো। আমার বিশ্বাস আপনারা সকলে আমাদের সাথে থাকলে আমরা এই গুরুত্বপূর্ণ প্রকল্প দুইটি বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো। কেননা এটা আমাদের জীবন ও মরণের সাথে সম্পর্কিত। আমাদের যে সমস্ত জেলা ফারাক্কা বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত বিশেষভাবে সেই সমস্ত জেলায় সকলে মিলে আমরা সভা, সেমিনার, ওয়ার্কশপ করবো। আমাদের টীম ওয়ার্ক করে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।
 সেমিনারে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, সাবেক রাষ্ট্রদূত, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা-বেসামরিক কর্মকর্তা, খ্যাতনামা চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, পেশাজীবি, ও বিশেষজ্ঞসহ পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন--বিএনপির মহাসচিব
বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষার্থী রাজবাড়ীর জারিফের ঢাকায় দাফন সম্পন্ন
রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে ঢাকায় ঐতিহাসিক সেমিনার কাল
সর্বশেষ সংবাদ