বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ই জানুয়ারী বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর জামে মসজিদ প্রাঙ্গণে ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডাঃ হিরুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, জিয়া মঞ্চ জেলা শাখার আহ্বায়ক খোন্দকার মাহফুজুর রহমান, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মজনু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজিরুল ইসলাম নাদের, মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ প্লাবন আলী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, মিজানপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক আজগর হোসেন, সদস্য সচিব খন্দকার ফারুকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার আপোসহীন ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


