আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলায় প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ সুপার কারাভ্যান।
গতকাল ১৪ই জানুয়ারী বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়ি সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা ও সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, সহকারী কমিশনার মোঃ আশিকুজ্জামান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের মাঝে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। ভোটারদের দায়িত্ব, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়াও প্রচারণার অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্যচিত্রের অংশ বিশেষ এবং আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকান্ডসহ জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দর্শকদের আবেগাপ্লুত করে।
কর্মসূচিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত বার্তাগুলো গুরুত্বের সাথে প্রচার করা হয়।
জানা গেছে, আজ ১৫ই জানুয়ারী সদর উপজেলায় ভোটের গাড়ি “আলিপুর ইউনিয়নের আলীপুর বাজারে সকাল ১০টায়, পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২টায়, খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর বাজারে দুপুর দেড়টায়, শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় বাজারে দুপুর ২টায়, সুলতানপুর ইউনিয়নের রামনগর বাজারে বিকেল সাড়ে ৪টায় প্রচার চালানো হবে।



