ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
বায়তুল আমান নুরজাহান ফকিরের বাড়িতে দুই দিনব্যাপী ওরশ শুরু
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৬-০১-১৪ ১৪:২১:০৪

ফরিদপুর শহরতলীর বায়তুল আমান শফির ব্রিজ সংলগ্ন শেখ ফেলা ফকিরের স্মরণে দুই দিনব্যাপী বার্ষিক ওরশ গতকাল ১৪ই জানুয়ারী থেকে শুরু হয়েছে।
 এ উপলক্ষে মরহুম শেখ ফেলা ফকিরের কন্যা নুরজাহান ফকিরের বাড়িতে বুধবার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
 দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর সাদীপুর কাদেরিয়া চিশতিয়া দরবার শরীফের গদিনিশীল পীর ও খলিফা শাহ সুফি আবুল খায়ের শাহ মোহাম্মদ শওকত হোসেন আল কাদরী আল-চিশতি।
 এ সময় আলিয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আজমল হোসেন সাবু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, বিএনপি নেতা ইউনুস আলী খান, প্রবীণ ব্যক্তিত্ব শামু মোল্লা,দরবারের প্রধান খাদেম নুরজাহান ফকীর, ইউনুচ মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার দবারের উদ্যোগে দোয়া, তবারক বিতরণ ও ভক্তিমুলক গান পরিবেশন করা হবে।

রাজবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এলজিইডি’র নতুন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন
শীতার্তদের মাঝে রাজবাড়ী রেড ক্রিসেন্টের উদ্যোগে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ