৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল ১৪ই জানুয়ারী বিকেলে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস ও আল গাজ্জালী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম মোল্লা বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আশিকুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান, সদর ফাঁড়ির ইনচার্জ(ওসি) উত্তম কুমার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কালুখালীর খাগজানা হাইস্কুলের শিক্ষক মোঃ মোখলেসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আজকে যারা বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়েছো তাদের জন্য শুভকামনা রইলো। তোমরা বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছো। তোমাদের এজন্য আরও ভালো অনুশীলন করতে হবে। তোমরা যেমন আজকে নিজেদের সেরা পারফরম্যান্সের মাধ্যমে এই প্রতিযোগিতায় অনেক ভালো করেছো, এমনি ভাবে জীবনের বাকি দিনগুলোতে তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। একাবারেই যে সেরা হতে হবে, নিজের মন যা চাইলে জীবন দিয়ে দিতে হবে তা না, মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে যেটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক চর্চা করতে হবে। তোমরা ওই ভাবেই নিজেদেরকে তৈরি করো।
তোমাদের খেলাধুলার পাশাপাশি পড়ালেখাও ভালোভাবে চালিয়ে যেতে হবে। পড়ালেখাকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ পড়ালেখার মাধ্যমে তোমরা সমাজের উচ্চ পর্যায়ে যেতে পারবে, বিভিন্ন ভালো কিছুতে অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, আপনারা সবাই জানেন আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আমরা অনেকেই গণভোট সম্পর্কে জানিনা। গণভোটে চারটি প্রশ্ন থাকবে। সেখানে হা এবং না উত্তর দিতে হবে। আমরা সবাই আগামী ১২ই ফেব্রুয়ারী ভোট দিতে যাবো। কারণ গত ১৭ বছর ধরে আমাদের জাতি কিন্তু নির্বাচনে যে আনন্দ ও দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার যে উৎসব সেটা উপভোগ করতে পারেনি। ভোট দেওয়া বাংলাদেশের নাগরিকের একটা অধিকার, এ অধিকারটা নিজের মতন করে প্রয়োগ করার সুযোগ তারা গত ১৭ বছর পায়নি। চব্বিশ এর গণঅভ্যুত্থানে তরুণদের রক্তের বিনিময়ে আপনারা সেই ভোট প্রদানের অধিকারটা ফিরে পেয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আনন্দের সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি গণভোটেও আপনারা অংশগ্রহণ করবেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে খেলবে।


