রাজশাহীতে বিএনপির জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল ২২ শে মে বিকালে রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক হয়ে বাজার প্রদক্ষিণ করে শহরের রেলগেটস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ শফিকুল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কর খান, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হাসিনা ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা ছাত্রলীগের সভাপতি শহিন শেখ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ১৯শে মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সরাসরি জনসম্মুখে আমাদের প্রানপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। যা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটি নজির বিহীন ঘটনা। সে এতো বড় সাহস কোথা থেকে পেয়েছে। আমাদের বুঝতে হবে বিএনপির জন্মই হয়েছে বন্দুকের নল থেকে। জন্মের পর থেকেই বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি করে আসছে। যা এখনও তাদের রক্তে মিশে আছে। জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে হওয়ায় যখন তারা দেখছে সাধারণ মানুষ তাদের পক্ষে নাই, তখন তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে স্বাধীনতা বিরোধী পক্ষকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের জানা উচিত আমাদের নেত্রীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা-কর্মীও তাদের ছাড়বে না। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে নিজেদের জীবন দিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবে। সুতরাং আপনাদের নেতা লন্ডনে লুকিয়ে থাকা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ফেরারী আসামী তারেক জিয়া যতই ষড়যন্ত্র করুক না কেন কোন লাভ হবেনা। যারাই তার এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে যাবে তাদেরকেই বাংলার মাটিতে শাস্তি পেতে হবে। এক্ষেত্রে কোন রকম ছাড় দেওয়া হবে না।