ঢাকা বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
পাংশায় পিবিজিএসআই স্কিমের শিক্ষকদের সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৫-২৪ ০৩:৩৪:১১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল ২৩শে মে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এসইডিপি’র আওতাভুক্ত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের শিক্ষকদের সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বক্তব্য রাখেন। রিসোর্স পারসন হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও রাজবাড়ী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আল মাসুম আহমেদ কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন। অন্যান্যের মধ্যে পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।

জানা যায়, পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার মিলে ১শজন শিক্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন।

রাজবাড়ী জেলার তিনটি উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন
ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের ১ম ধাপে পাংশা ও কালুখালীর প্রার্থীদের প্রতীক বরাদ্দ
রাজবাড়ী ট্রাফিক অফিস পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ