ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৫-২৯ ১৬:২৮:৪৪

রাজবাড়ী সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

  গতকাল ২৯শে মে দুপুরে কলেজের মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

  কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার মোঃ মোস্তাফিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ বক্তব্য রাখেন।

  এ সময় কলেজের বার্ষিক, সাহিত্য-সংস্কৃতি কমিটির আহবায়ক প্রফেসর দীপক কুমার কর্মকার, ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অন্তঃকক্ষ ক্রীড়া কমিটির আহবায়ক মোঃ হাবিবুর রহমানসহ কলেজের শিক্ষক মন্ডলীর অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  অনুষ্ঠানে বক্তারা ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান সরকারের আমলে রাজবাড়ী সরকারী কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডসহ দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। 

  বক্তব্য শেষে এ প্রতিযোগিতার ৫টি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ