ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনে রাজবাড়ীতে এ্যাডভোকেসি সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-২৯ ১৬:৪২:৪৬

রাজবাড়ীতে আগামী ৪ঠা জুন থেকে ১০ই জুন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে। 

  এ উপলক্ষে গতকাল ২৯শে মে সকালে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের সহযোগিতায় জেলা পর্যায়ের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

  সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম তৈফিকুর রহমান ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।

  সভায় বিষয় ভিত্তিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল গাফফার ও সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা। 

  এ সময় জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান, সভাপতি সিভিল সার্জন ইব্রাহিম টিটনসহ অংশগ্রহণকারীগণ আগামী ৪ঠা জুন থেকে ১০ই জুন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ রাজবাড়ী জেলায় কিভাবে পালিত হবে এবং কৃমি নিয়ন্ত্রণে সকলকে কিভাবে আরো সম্পৃক্ত করা যায় এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সর্বোপরি রাজবাড়ী জেলার একটি শিশুও যাতে কৃমি ঔষধ খাওয়ানো থেকে বাদ না যায় এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ