ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
লোডশেডিং ও তাপদাহ ঃ রাজবাড়ীতে মিলছে না চার্জার ফ্যান॥৩০ টাকার হাত পাখা বিক্রি হচ্ছে ৮০ টাকা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৬-০৭ ০৫:৪৭:০১

সারাদশের ন্যায় রাজবাড়ীতে চলছে তাপদাহ। অন্যদিকে শুরু হয়েছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। 

  সীমাহীন এ দুর্ভোগ থেকে রক্ষা পেতে কদর বেড়েছে চার্জার ফ্যান এবং তালপাতা দিয়ে তৈরি হাত পাখার। কিন্তু গত দু’দিন ধরে বিভিন্ন ইলেকট্রনিক শোরুম ও দোকান থেকে বৈদ্যুতিক চার্জার ফ্যান উধাও হয়ে গেছে। টাকা দিয়েও মিলছে না চার্জার ফ্যান। আর তাল পাতা দিয়ে তৈরি ৩০ থেকে ৪০ টাকার হাত পাখা বিক্রি হচ্ছে মানভেদে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত।

  সরেজমিনে রাজবাড়ী বড় বাজার ঘুরে দেখা গেছে, দুই থেকে তিনটি দোকানে তালপাতার হাত পাখা বিক্রি হচ্ছে। তীব্র গরম ও লোডশেডিং এর কারণে চাহিদা বেড়েছে হাত পাখার। প্রতিটি দোকানে তিনগুণ বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার হাত পাখা। এর মধ্যে ৪০ টাকার তালপাতার পাখা মানভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। বাঁশের হাতলের পাখা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

  হাত পাখা ক্রেতা রকিব হাসান বলেন, তীব্র গরমের সাথে অতিরিক্ত মাত্রায় লোডশেডিং বেড়েছে। ১ঘন্টা পর পর লোডশেডিং হয়। দিনে কষ্ট সহ্য করে থাকা গেলেও রাতে আর সহ্য হয় না। এছাড়াও রাতে বেশি সমস্যা হয় বাচ্চাদের। তারা গরমে ঘুমাতে পারে না। তাই হাত পাখা কিনতে আসলাম। কিন্তু এসে দেখি হাত পাখার বাজারও গরম। ৩০ টাকার পাখা চাচ্ছে ৮০ টাকা। দামাদামীর সুযোগ নেই। বেশি দাম হলেও বাধ্য হয়ে কিনতে হলো।

  আরেক পাখা ক্রেতা কলেজ ছাত্র সুজিত বিশ্বাস বলেন, কলেজর হোস্টেলে থাকি। বিদ্যুৎ না থাকলে রাতে অনেক কষ্ট হয়। তাই পাখা কিনতে এসেছিলাম। কিন্তু পাখার যে দাম চাচ্ছে তাতে আমি কিনতে পারলাম না। এতো দাম দিয়ে পাখা কেনার সামর্থ্য আমার নেই।

  আরেক পাখা ক্রেতা কানিজ ফাতেমা বলেন, চার্জার ফ্যান কেনার সামর্থ্য নেই। তাই হাত পাখা কিনতে এসেছি। রাতে বাচ্চাদের ঘুমাতে অনেক কষ্ট হয়। শরীর ঘেমে ঠান্ডাগরম লেগে যায়। তাই পাখায় শেষ ভরসা। কিন্তু পাখা কিনতে এসে দেখলাম দ্বিগুণ, তিনগুণ দাম। ৪০ টাকার পাখা চাচ্ছে ৮০ টাকা, ২০ টাকার পাখার দাম চাচ্ছে ৬০ টাকা। সুযোগ বুঝে ব্যবসাীরা দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

  পাখা বিক্রেতা বিজয় দত্ত বলেন, তীব্র গরম ও লোডশেডিং এর কারণে তালপাতার হাত পাখার চাহিদা বেড়েছে। আগে পাখা কম দামে কিনতাম, কমে দামে বিক্রি করতাম। কিন্তু এখন বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কিন্তু ক্রেতারা সেটা বোঝার চেষ্টা করছে না। তারা ভাবছে আমরাই হয়তো সুযোগ বুঝে দাম বাড়িয়েছি।

  আরেক পাখা বিক্রেতা সুশান্ত পাল বলেন, পাখার সংকট দেখা দিয়েছে। যারা পাখা বানায় তাদের কাছ থেকে আমরা পাখা পাচ্ছিনা। আমরা তো কিনে এনে বিক্রি করি। পাখা পেলেও সেটা তারা বেশি দামে বিক্রি করছে। তাই আমরা যেভাবে কিনছি ওইভাবে দাম রেখেই বিক্রি করছি। আমি বগুড়া থেকে পাখা এনেছি খরচসহ প্রত্যেকটি পাখা পড়েছে ৫৫ টাকা। একটা পাখা বিক্রি করে ১০ টাকা লাভ না হলেতো চলে না।

  ইলেকট্রনিক পণ্য ভিশন শোরুমে আসা রাজিবুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, একেতে প্রচন্ড গরম, তারপর আবার শুরু হয়েছে তীব্র লোডশেডিং। তাই ভিশনের শোরুমে চার্জার ফ্যান কিনতে এসেছিলাম। কিন্তু এসে দেখলাম চার্জার ফ্যান নেই। সব নাকি শেষ হয়ে গেছে। লোডশেডিং ও গরমের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় গত দুই দিনে নাকি সব শেষ হয়ে গেছে। এখন হাতপাখাই ভরসা।

  ভিশনের ডিলার ইব্রাহিম ইলেক্ট্রনিকসের মালিক মোঃ ইব্রাহিম বলেন, তীব্র গরম ও লোডশেডিং এর কারণে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। আমার স্টকে যা ছিলো সব বিক্রি হয়ে গেছে। অনেকই চার্জার ফ্যান কিনতে এসে ফেরত যাচ্ছে। কোম্পানীতেও মাল নেই।

  এদিকে, রাজবাড়ী ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী(ওজোপাডিকো) সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার ৫টি উপজেলা মিলে ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা ১ লাখের বেশি। এই এক লাখ গ্রাহকের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে দিনে প্রয়োজন ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ ও রাতে প্রয়োজন ৪২ মেগাওয়াট বিদ্যুৎ। সেখানে দিনে ও রাতে মিলে গড়ে পাওয়া যাচ্ছে ২০ থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু চাহিদার বিপরীতে বরাদ্দ মিলছে অর্ধেকেরও কম। এজন্য এলাকা নির্ধারণ করে ক্রমান্বয়ে লোডশেডিং দেওয়া হচ্ছে বলে দাবী বিদ্যুৎ বিভাগের।

  অন্যদিকে, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে, জেলার ৫টি উপজেলা মিলে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় আড়াই লাখ। এই আড়াই লাখ গ্রাহকের জন্য ২৪ ঘন্টায় বিদ্যুৎ প্রয়োজন ৫০ মেগাওয়াটের মতো। দিনে চাহিদা থাকে ৩৫ মেগাওয়াট, সেখানে পাচ্ছে ২৫ মেগাওয়াট। রাতে চাহিদা থাকে ৫০ মেগাওয়াট, সেখানে বরাদ্দ ৩০ থেকে ৩৫ মেগাওয়াট। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় দিনে রাতে এক ঘন্টা পরপর লোডশেডিং দিচ্ছে পল্লী বিদ্যুৎ।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ