ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ীতে ধূপমান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় মাক বিরোধী প্রশিক্ষণ
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২৩-০৬-০৯ ১৩:৫৪:৫৪

রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই জুন দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে ধূপমান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

  জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

  প্রশিক্ষণে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন, সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্তি জেলা প্রশাসক মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুবর্ণা রাণী সাহা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

  প্রশিক্ষণে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন।

  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ীতে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে আনতে হবে। জেলায় আবাদী জমিতে তামাক চাষ কমিয়ে আনতে হবে। এখানে বসে শুধু আলোচনা করলে কাজ শেষ হবে না। আমাদের মাঠে কাজ করতে হবে। সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। আজকের এই প্রশিক্ষণ থেকে সবাই যে শিক্ষা নিলেন নিজ নিজ ক্ষেত্রে সেগুলো বাস্তবায়ন করবেন । 

  প্রশিক্ষণে চারটি গ্রুপে বিভিক্ত হয়ে প্রশিক্ষণার্থীরা ৪টি বিষয়ের ওপর সুপারিশ লিখিত আকারে তুলে ধরেন। প্রশিক্ষণার্থীরা বলেন, তামাকের ধূমায় ৭ হাজারের বেশি ক্ষতিকর রাসায়নিক পর্দার্থ রয়েছে। পরোক্ষ ধুমপানের কারণে শিশু ও নারীদের মারাত্মক ক্ষতি হয়। মাদক সেবনের কারণে বিশে^ প্রতি বছর ৮০ লক্ষ মানুষ মারা যাচ্ছে।

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ