ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
রাজবাড়ীতে জাতীয় কৃষক সমিতির সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৬-১০ ১৪:৫৯:১৫

রাজবাড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে গতকাল ১০ই জুন দুপুরে জাতীয় কৃষক সমিতির জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

  জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি ছলেমান আলী দুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি জ্যোতি শংকর ঝন্টু।

  সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা কৃষক সমিতির সহ-সভাপতি মোঃ নায়েব আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও সংগঠনিক সম্পাদক মাসুদ করিম বক্তব্য দেন। 

  এ সময় জেলা কৃষক সমিতির দফতর সম্পাদক গোলাম মোস্তফা মুস্তাই ও আইন বিষয়ক সম্পাদক এডঃ আরব আলী বিশ্বাসসহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  সভায় প্রধান অতিথির বক্তব্যে জ্যোতি শংকর ঝন্টু বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্ধেক মানুষই কৃষক। কিন্তু তারপরও বর্তমানে আমাদের দেশের কৃষকরা ভালো নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, তেল, গ্যাস, বিদ্যুৎসহ জ্বালনী পণ্যের দাম বৃদ্ধি এবং কৃষিতে উৎপাদন খরচ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরা কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে হিমসিম খাচ্ছে। তাদের জীবন ধারণের ক্ষেত্রেও সংকটময় অবস্থা তৈরি হয়েছে। তাই আমরা সরকারের কাছে আবেদন করি অতিদ্রুত সার, বীজ, তেলসহ বিদ্যুতের দাম কমাতে হবে এবং স্বল্প সুদে ঋণ দিয়ে কৃষক সমাজের পাশে দাড়াতে হবে।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ