ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ চলাচল বন্ধ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৭-২৫ ১৫:২৮:০৪

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
 গতকাল ২৫শে জুলাই বিকেল সাড়ে ৩টা থেকে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে স্বাভাবিক রয়েছে ফেরী চলাচল।
 জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে পদ্মা নদীতে তীব্র বাতাস ও নদী উত্তাল থাকায় সকল দূর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। 
 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাফিক বিভাগের ঘাট তত্বাবধায়ক মোঃ শিমুল ইসলাম জানান, পদ্মা নদী উত্তাল ও তীব্র বাতাস থাকায় গতকাল ২৫শে জুলাই বিকেল সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। 
 বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, বৈরী আবহাওয়ায় নদীতে তীব্র বাতাসের সৃষ্টি হয়েছে, সেই সাথে নদী উত্তালও আছে, তবে ফেরী চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১২টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে রাজবাড়ীতে শপথ পাঠ অনুষ্ঠিত
গোয়ালন্দে প্রবাসী আলামিন হত্যা মামলার আরো ২জন গ্রেফতার
দৌলতদিয়ায় সড়কের পাশে থেকে গাছ কেটে বিক্রি করছে দুর্বৃত্ত চক্র
সর্বশেষ সংবাদ