ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-০৬-১১ ১৪:৫১:৪২

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১১ই জুন সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

  জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুনের সঞ্চালনায় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ. গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল মন্ডল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌস, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।

  এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বর্তমানে জেলা আইন-শৃঙ্খলা মোটামুটি ভালো রয়েছে। জেলায় গতমাসে যে সমস্ত গুরতর অপরাধ সংগঠিত হয়েছে সেগুলোর অধিকাংশই জেলা পুলিশ বিভাগ অল্প সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। সভায় অনেকে অভিযোগ করেছেন রাজবাড়ীতে উঠতি বয়সের অনেক ছেলেরা বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছে। যার কারণে প্রতিনিয়ত মোটর সাইকেল দূর্ঘটনা ঘটছে। এই মোটর সাইকেল চালনো প্রতিরোধে জেলা দায়িত্বপ্রাপ্ত বিভাগ সমূহ নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বন্ধ করার চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আসছে না। সুতরাং এ বিষয়ে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর অভিভাবকগণকে সচেতন করতে হবে তারা যেন তার সন্তানকে মোটর সাইকেল চালানো থেকে বিরত রাখে। অভিযোগ এসেছে রাজবাড়ী সদর হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয় নিয়ে। আমি আশা করি জেলা রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য বিভাগে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। যাতে রোগীরা হাসপাতালে পরিচ্ছন্ন পরিবেশে সঠিক সেবা গ্রহণ করতে পারে। বালিকান্দি উপজেরা চেয়ারম্যান তার বক্তব্যে বলেছেন তার এলাকায় রেলের পাশের রাস্তা দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। যা জনগণের চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে। মূলত রেল লাইনের পাশে ঘর বা রাস্তা নির্মাণ দুইটিই ঝুকিপূর্ণ। এর কারণে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। আমি আশা করি রাজবাড়ী রেল কর্তৃপক্ষ বিষয়টি সরজমিনে পর্যবেক্ষণ করে ঝুঁকির বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। 

  তিনি বলেন, কিছুদিন আগে অতিরিক্ত গরমের কারণে দেশব্যাপী বিদ্যুতের চাহিদা বৃদ্ধি ও কিছু বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটি এবং বিশ্বব্যাপী জ্বালানী সংকেটের কারণে জ্বালানী আসতে দেরী হওয়ায় দেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় লোডশেডিং বৃদ্ধি পেয়েছিল। যার কারণে রাজবাড়ীবাসী গরমে অনেক কষ্ট করতে হয়েছে। বর্তমানে সেই বিদ্যুতের সংকট কেটে গেছে ও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় আর লোডশেডিং হচ্ছে না। 

  এ বিষয়ে অনেকে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা করেছে। আমার আশা করি জেলাবাসী এই সকল বিভ্রান্তি মূলক কথায় কান দিবেন না। 

  জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ীর বিভিন্ন জায়গায় অস্থয়ী গরুর হাট বসবে। এক্ষেত্রে যে সব জায়গায় যারা হাট বসাবেন তাদের প্রশাসনের অনুমতি নিয়ে সড়ক-মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে সড়ক-মহাসড়ক থেকে দূরে গরুর হাট বসাতে হবে। প্রশাসনের অনুমতি ছাড়া অস্থায়ী কোন গরুর হাট বসানো যাবে না। হাটের সকল বিষয় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তদারকী করবে ও সার্বিক নিরাপত্তার বিষয়টি জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনার মাধ্যমে নিশ্চিত করা হবে। আর হাটের টাকা গণনাসহ জাল টাকা সনাক্ত করার মেশিন স্থাপনে বিষয়টি জেলার আর্থিক প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করবে।

  এছাড়াও সভায় জেলা খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস, চোরাকারবার, শিশু অপরাধ, বাল্যবিবাহ বন্ধে করনীয়, শহরে ট্রাক চলাচল নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা, রাস্তা থেকে ব্যানার ও ফেস্টুন অপসারণ, রাস্তার পাশে দিনের বেলায় ময়লা ফেলে পরিবেশ দূষন করার ক্ষেত্রে রাজবাড়ী পৌরসভার তাদরকির অভাবসহ জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ