ঢাকা রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
ভোক্তার অভিযানে খানখানাপুর-গোয়ালন্দ মোড়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৬-১৩ ১৫:৩৯:০৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে গতকাল ১৩ই জুন সদর উপজেলার চরখানখানাপুর ও গোয়ালন্দ মোড়ে পণ্যের মোড়ক ব্যবহার ও মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

  প্রতিষ্ঠান দুটি হলো চরখানখানাপুরের প্রিন্স ইত্যাদি স্টোর ও গোয়ালন্দ মোড়ের মহিউদ্দিন স্টোর।

  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, বাজার তদারকি অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার ও মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে চরখানখানাপুরের প্রিন্স ইত্যাদি স্টোরকে ৪হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে গোয়ালন্দ মোড়ের মহিউদ্দিন স্টোরকে ২হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

 রাজবাড়ী-২ আসনের হাত পাখার প্রার্থীর মোটর সাইকেল শোডাউন
দৌলতদিয়া থেকে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ওসমান র‌্যাব কর্তৃক গ্রেপ্তার
গোয়ালন্দের উজানচর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
সর্বশেষ সংবাদ