রাজবাড়ী শহরের সড়ক বিভাজনের মাঝে লাগানো বিভিন্ন প্রজাতির অর্ধশাধিক গাছের চারা ভেঙ্গে ফেলা হয়েছে।
গত ১৪ই জুন রাতের যে কোন সময় কে বা কারা রাজবাড়ী পশু হাসপাতাল থেকে পুলিশ লাইন্স পর্যন্ত আধা কিলোমিটার জুরে কৃষ্ণচুরা, বকুল, নিম গাছের অর্ধশতাধিক চারা ভেঙ্গে ফেলা হয়।
জানা গেছে, রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরেরর মধ্যে সড়ক বিভাজনের মাঝে গত বছর কৃষ্ণচূড়া, বকুল, নিম, দেবদারুসহ নানা প্রজাতির বনজ গাছ লাগায় পৌরসভা।
সড়কের পাশের হার্ডওয়ার ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ বলেন, সকালে এসে গাছগুলোর এ অবস্থা দেখে আমার নিজের কান্না পেয়েছে। আমার দোকানের সামনের গাছগুলো আমি নিয়মিত পরিচর্যা করি। কে গাছগুলো ভেঙে ফেললো খুজে বের করা জরুরী। আমার দোকানে সিসি ক্যামের লাগানো সেটি রাস্তার দিকেও আছে। রাত ৪টার পর থেকে বিদ্যুৎ ছিল না তখনকার ছবি সিসি ক্যামেরায় নেই। আমার মনে হয় তখনই গাছগুলো ভেঙে ফেলা হয়।
রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখনো সরেজমিনে দেখিনি। কতগুলো গাছ ভাঙ্গে ফেলেছে। না দেখে কোন মন্তব্য করা ঠিক হবে না। দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।