রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে স্বাস্থ্য সেবার নতুন দ্বার টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে।
গতকাল ১৯শে জুন সকাল ১০টা হতে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সাভার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের পরিচালক ডাঃ গিয়াস উদ্দিন আহমেদ ও সিনিয়র ম্যানেজার আলমগীর কবির রানার ব্যবস্থাপনায় এ টেলিমেডিসিন সেবা চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফারসিন তারান্নুম হক।
এতে সার্বিক সহযোগিতায় রয়েছেন দ্যা ইউএন রিফিউজি এজেন্সি(ইউএনএইচসিআর)।
এ সময় সাভার সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে আগত রোগীদের টেলিমেডিসিন ব্যবস্থাপত্র প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এটিএম আব্দুল হান্নান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ খাদিজা আক্তার দিনা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ জুবায়ের রহমান সোহাগ প্রমুখ।
বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী আগত রোগীদের দিকনির্দেশনা প্রদান করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হক।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হক, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার ডিআইসি ম্যানেজার মোঃ মজিবুর রহমান খান জুয়েল, ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসাইন, ফিল্ড অ্যানিমেটর মোঃ সাজ্জাদ হোসেন, কাউন্সিলর রেনু আক্তার, প্যারামেডিক হারুন-অর-রশীদ, বেদেনা আক্তার, খাদিজা খাতুন ও মোঃ মোস্তাকিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
টেলিমেডিসিন সেবা সম্পর্কে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব্যবস্থাপক মোঃ জুলফিকার আলী বলেন, গোয়ালন্দ উপজেলার মানুষ এই সেবাটির মাধ্যমে স্বল্প খরচে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে ভিডিও কলে সরাসরি ব্যবস্থাপত্র নিতে পারবেন। একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে সাধারনত অনেক টাকা ব্যয় হয়। কিন্তু এ ক্ষেত্রে একজন রোগীকে মাত্র পঞ্চাশ টাকা ফিস দিতে হবে।