ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
পাংশায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৬-২১ ১৩:৩৬:৫৮

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর গতকাল ২০শে জুন বৃক্ষরোপণ বিশেষ দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক পাংশা শাখাসহ পাংশা এরিয়ার ১২টি শাখা অফিসে একযোগে সদস্যদের মাঝে বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।

  জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার সময় গ্রামীণ ব্যাংক পাংশা শাখা অফিসে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন গ্রামীণ ব্যাংকের পাংশা এরিয়া ম্যানেজার মোঃ রায়হান উদ্দিন। এ সময় গ্রামীণ ব্যাংক পাংশা শাখার ম্যানেজার মোঃ বিশারত আলী, সেকেন্ড ম্যানেজার অসীম কুমার দাসসহ শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  গ্রামীণ ব্যাংকের পাংশা এরিয়া ম্যানেজার মোঃ রায়হান উদ্দিন বলেন, ১লা জুন দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ১লা জুন গ্রামীণ ব্যাংক ফরিদপুর জোন কার্যালয়ে জোনাল ম্যানেজার উত্তম কুমার শীল বৃক্ষ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। গ্রামীণ ব্যাংক সারা দেশে ২ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে ২০শে জুন ১ম বৃক্ষরোপণ বিশেষ দিবস হিসেবে গ্রামীণ ব্যাংকের পাংশা এরিয়ায় ৭লাখ ৫০ হাজার ৮শ’ গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক পাংশা শাখাসহ পাংশা এরিয়ার মৌরাট শাখা, হাবাসপুর শাখা, খানগঞ্জ শাখা, মাছপাড়া শাখা, কালুখালী শাখা, কুমারখালী শাখা, গয়েশপুর শাখা, খোকসা শাখা, কশবামাজাইল শাখা, জয়ন্তী হাজরা শাখা ও পাট্টা শাখায় সদস্যদের মাঝে একযোগে গাছের চারা বিতরণ কার্যক্রম চলছে।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ