রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা, দলিল লিখন পদ্ধতি ও নাগরিক সেবা বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০শে জুন সকালে বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা রেজিস্ট্রার মোঃ সাজেদুল হকের সভাপতিত্বে কর্মশালায় সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান, পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ সাখাওয়াত হোসেন ও বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ আমির হোসেন বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি দলিল লেখক সমিতির সভাপতি হাসেনুর রহমান কবিরসহ ৬২জন দলিল লেখকগণ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।