বছর ঘুরে আবার শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। গতকাল ২০শে জুন নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
রথযাত্রাটি লক্ষ্মীকোল হরিসভা(পুরাতন হরিসভা) থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে হাজারো ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে নিয়ে রাধা গোবিন্দ জিউর মন্দির সংলগ্নে গিয়ে রাখা হয়।
বিকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী আনুষ্ঠানিকভাবে রথযাত্রা উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, লক্ষ্মীকোল হরিসভা মন্দিরের সভাপতি জয়দেব কর্মকার, সাধারণ সম্পাদক শংকর সাহা, শ্যামল পোদ্দার, শ্রীকান্ত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। রথযাত্রায় সনাতন ধর্মালম্বী হাজারো নারী ও পুরুষ অংশ নেন।
আগামী ২৭শে জুন উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এর সমাপ্ত হবে। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।