ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
নজরদারী নেই কর্তৃপক্ষের॥বালিয়াকান্দিতে ডাক্তার না হয়েও অ্যান্টিবায়োটিক লেখেন তারা!
  • সোহেল মিয়া
  • ২০২৩-০৬-২১ ১৪:৪৮:৩৫

ডাক্তার না হয়েও অ্যান্টিবায়োটিক ওষুধ লেখছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পল্লী চিকিৎসকরা।

  পল্লী চিকিৎসকদের অদক্ষতা ও দৌরাত্বে বাজারে যত্রতত্র বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক। রোগীর সমস্যা বলার সাথে সাথেই ৪-৫ প্রকারের ওষুধসহ অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন ধরিয়ে দিচ্ছেন এসব চিকিৎসকরা। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের প্রায় আড়াই লাখ সাধারণ মানুষ। পল্লী চিকিৎসকদের এই প্রেসক্রিপশন লেখার বিষয়ে একেবারেই নজরদারী নেই স্বাস্থ্য বিভাগের। যার কারণে অপ্রতিরোধ্য হয়ে উঠছে এলাকার পল্লী চিকিৎসকরা।

  বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ২৭ জন নিবন্ধিত চিকিৎসক এবং প্রায় ১৫০ পল্লী চিকিৎসক রয়েছেন। এর মধ্যে দন্ত চিকিৎসক রয়েছেন ১৩ জন। এরা সবাই নিয়মিত চেম্বার খুলে সকাল থেকে রাত অবধি রোগী দেখেন। অন্যদিকে ২৭ জন নিবন্ধিত চিকিৎসকের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছে ১৭ জন। 

  অনুসন্ধানে দেখা যায়, বালিয়াকান্দি বাজারে রতন কুমার অধিকারী, নারায়ন চন্দ্র রায়, নিল কোমল দেবনাথ, গৌতম কুমার কর্মকার, মনিদ্রনাথ মজুমদারসহ কয়েকটি দন্ত প্র্যাকটিশনার নিয়মিত রোগী দেখছেন এবং প্রেসক্রিপশন করে দিচ্ছেন। প্রতিটি রোগীরই প্রয়োজনে-অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক লেখছেন। 

  পল্লী চিকিৎসকরা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক লিখতে পারেন কিনা- এমন প্রশ্ন করলে রতন কুমার অধিকারী ও নিল কোমল দেবনাথ নিজেদের ভুল স্বীকার করে বলেন, অ্যান্টিবায়োটিক লেখা আমাদের উচিত না। তবে রোগীর অবস্থা বুঝে আমরা কিছু কম মাত্রার অ্যান্টিবায়োটিক লেখি। এরপর থেকে আর লেখবনা। তবে সরকার আমাদের বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত দিক। কারণ আমাদের কাছে যে সকল রোগী আসে তার বেশির ভাগই দরিদ্র।

  বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন বলেন, অ্যান্টিবায়োটিক অযথা বা অকারণে ব্যবহারের ফলে জীবাণু এখন নিজেই প্রতিরোধী হয়ে উঠছে। যার কারণে মানুষের মৃত্যু ঝুঁকিও বাড়াচ্ছে অ্যান্টিবায়োটিক। কোনভাবেই পল্লী চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক লেখতে পারবেন না। উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে এটি দেখা দায়িত্বও আমার। এখন থেকে নিয়মিত বিষয়টি নিয়ে তদারকি করবো।

  রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন বলেন, উনারা তো নামের আগে ডাক্তারই লেখতে পারবেন না। আর ডাক্তার না হলে তো কোন প্রেসক্রিপশনই করার সুযোগই নেই। অ্যান্টিবায়োটিক তো আরো অনেক দূরে।    

  স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ শাফিন জব্বার বলেন, বর্তমান সরকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন। ইতোমধ্যে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি নিষিদ্ধ করে ‘ওষুধ ও প্রসাধনী আইন, ২০২৩’ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। খসড়া আইন অনুযায়ী কোন নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করা যাবে না এবং এটি শাস্তিযোগ্য অপরাধ বলেও গণ্য হবে।   

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ