রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নেই বাস টার্মিনাল ও ছাত্রী ছাউনী। নেই টয়লেটও। ফলে সড়ক দখল করে বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার হয়ে আসছে বছরের পর বছর। এতে যানজট সৃষ্টিসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী শত শত যাত্রী এবং যানবাহন চালক ও শ্রমিকরা প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছে। বিশেষ করে নারী-শিশু ও বৃদ্ধরা চরম ভোগান্তিতে পড়ে থাকে।
জানা যায়, বালিয়াকান্দি স্ট্যান্ড থেকে প্রতিদিন ১৫ মিনিট পরপর রাজবাড়ীর উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ৪০টি বাস ছেড়ে যায়। থ্রী-হুইলার, ইজিবাইক, ম্যাজিক নিয়মিত চলে শতাধিক। এছাড়া বালিয়াকান্দি থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রাবেয়া, সৌহার্দ ও সূবর্ণ পরিবহন ছেড়ে যায় নিয়মিত।
এ সকল যানবাহনে প্রতিদিন প্রায় ১০ হাজার যাত্রী দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। কিন্তু এ সকল যাত্রীর জন্য নেই কোন নির্দিষ্ট যাত্রী ছাউনি। বাস মালিক সমিতির ভাড়া নেওয়া জায়গায় আশ্রয় নিতে হয় তাদের। রোদ-বৃষ্টির মধ্যে যানবাহনের জন্য যাত্রীদেরকে অপেক্ষা করতে হয় খোলা আকাশের নিচে অথবা কোন দোকানের নিচে।
সরেজমিন দেখা যায়, বিভিন্ন যানবাহন বালিয়াকান্দি স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দিয়ে পরবর্তী ট্রিপের জন্য জামালপুর-মধুখালী সড়কের কিছু অংশ দখল করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। সারাদিন সড়কের কিছু অংশ জুড়ে দাড়িঁয়ে থাকায় প্রতিনিয়তই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা।
আইনজীবী শংকর স্যান্যাল জানান, তিনি প্রতিদিন বাস ও থ্রী-হুইলারে রাজবাড়ী আদালতে যাওয়া আসা করেন। অনেক সময় মাহেন্দ্র গাড়ী ছাড়া দেরি হলে তাকে খোলা আকাশের নিচেই দাঁড়িয়ে থাকতে হয়।
পাইককান্দি গ্রামের জামাল মিয়ার স্ত্রী রোজিনা বেগম জানান, তিনি রাজবাড়ী যাওয়ার জন্য স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বৃষ্টি এলে পাশের একটি দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানে থাকা কিছু বখাটে প্রকৃতির মানুষ তাকে লক্ষ্য করে কটুক্তি করতে থাকে।
বালিয়াকান্দি বাসস্ট্যান্ডের স্টাটার শশী সোম বলেন, ৪০ বছর এই স্ট্যান্ডের দায়িত্ব পালন করছি। আজ পর্যন্ত স্ট্যান্ডের কোন উন্নয়ন চোখে পড়েনি। যানবাহন দাঁড়ানোর নির্দিষ্ট কোন জায়গার না থাকায় বাধ্য হয়েই বিভিন্ন যানবাহন রাস্তার কিছু অংশ জুড়ে দাঁড়িয়ে থাকে। যানবাহন দাঁড়ানোর জন্য বালিয়াকান্দিতে একটি নির্দিষ্ট জায়গার খুব প্রয়োজন। এটা এখন সময়ের দাবী।
রাবেয়া পরিবহনের সুপারভাইজার রাসেল মিয়া বলেন, প্রতিদিন যে স্ট্যান্ডটি হাজার হাজার মানুষ ব্যবহার করছে তাদের জানমালের নিরাপত্তার জন্য স্ট্যান্ডে একটি যাত্রী ছাউনিও নেই। এটা সত্যি দুঃখজনক। একটু বৃষ্টি হলেই ঢাকার যাত্রীদের মালামাল নিরাপদে রাখার কোন স্থান নেই।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ জানান, মিনি টার্মিনাল নির্মাণের জন্য কাজ করছে পরিষদ ও প্রশাসন। টার্মিনাল নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে। উপযুক্ত কোন জায়গা পেলেই টার্মিনাল নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে।