জাতীয় শিক্ষা সপ্তাহে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় রাজবাড়ী জেলার কৃতি সন্তান মোহাম্মদ ইকবাল হাসানকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
গতকাল ২৪শে জুন বিকালে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা খাতুন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুস ছাত্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ আবুল হাসান রানা, মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম আলমগীর মিয়া, বহরপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল হাসান, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের শেখ ও রাজবাড়ী হোমিও কলেজের অধ্যক্ষ তোসলিম উদ্দিন আহমেদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গাজী।
উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল হাসান গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।