ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী পশুর হাটের নিরাপত্তাসহ সার্বিক দিক পর্যবেক্ষণে পুলিশ সুপার
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৬-২৬ ০২:১২:২৮

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তাসহ সার্বিক দিক পর্যবেক্ষণে গতকাল ২৫শে জুন দুপুরে রাজবাড়ী শহরের বিনোদপুর পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

  পশুর হাট পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার এম এম শকিলুজ্জামান বলেন, রাজবাড়ী জেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষে আইন-শৃঙ্খলা ভালো রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে এই কোরবানীর ঈদের একটি গুরুত্বপূর্ণ দিক হলো পশু কোরবানী করা। আর সেই লক্ষে জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের পশু কেনাবেচার মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়। যার কারণে পশুর হাটে জাল টাকার প্রতারক চক্র, দালাল চক্র, ছিনতাইকারীসহ ডাকাত দলের অর্থ লুটপাটের বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এবার রাজবাড়ী জেলার প্রতিটি হাটে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। যারা মাধ্যমে সার্বিক দিকে জেলা পুলিশের নজর রয়েছে। এরপরেও পশু কেনা-বেচায় কেউ সমস্যা সৃষ্টি করলে আপনারা তৎক্ষনাত উপস্থিত পুলিশ সদস্যসহ প্রয়োজনে পুলিশ কন্টোলরুমে জানাবেন। আমরা তৎক্ষনাত ব্যবস্থা গ্রহণ করব। এক্ষেত্রে পশুর হাটে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হোক কাউকে কোন প্রকার ছাড়া দেওয়া হবে না।

  এছাড়াও তিনি পশুর হাটে মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদে রাখা, টাকা বহনে ব্যাগ ব্যবহার, পশুর হাটে আসা অপরিচিতদের সাথে বন্ধুত্ব, খাবার গ্রহণ বা একই গাড়ীতে না যাওয়া, বাড়ী থেকে পশুর হাটে যাওয়ার সময় অজ্ঞান পার্টি, মলম পার্টি, চোর, পকেটমার, ছিনতাইকারী ও প্রতারক চক্র হতে সাবধানতা অবলম্বন করা, হাটের আশেপাশের হকার, ফেরিওয়ালার কাছ থেকে কোমল পানীয়, ডাব, শশা বা যে কোন খাবার গ্রহণ থেকে বিরত থাকা, হাটে কাউকে প্রতারক চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি, চোর, পকেটমার, ছিনতাইকারী বা অপরাধী বলে মানে হলে তাৎক্ষনিক নিকটস্থ পুলিশকে বিষয়টি অবহিত করাসহ বিভিন্ন অপরাধ জনিত বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। 

  পরে তিনি জেলা পুলিশের পক্ষ থেকে হাটের ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

  এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার(প্রবি) আসলাম সাগর, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদত হোসেন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ