ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-০৪ ১৫:৪৭:৩৬

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে গতকাল ৪ঠা জুলাই রাজবাড়ীর কাঁচা বাজার ও মাছ বাজার এলাকায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

  এসব প্রতিষ্ঠানগুলো হলো- কাঁচা বাজারের লতিফ স্টোর, রাহুল স্টোর, আতর আলী স্টোর, মাছ বাজারের পোদ্দার স্টোর ও সুভাষ এন্ড সন্স।

  এসব প্রতিষ্ঠানের মধ্যে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় লতিফ স্টোরকে ৫শত টাকা, রাহুল স্টোরকে ৫শত টাকা, আতর আলী স্টোরকে ৫শত টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে পোদ্দার স্টোরকে ৩হাজার টাকা এবং একই অপরাধে সুভাষ এন্ড সন্সকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ