ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-০৪ ১৫:৪৭:৩৬

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে গতকাল ৪ঠা জুলাই রাজবাড়ীর কাঁচা বাজার ও মাছ বাজার এলাকায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

  এসব প্রতিষ্ঠানগুলো হলো- কাঁচা বাজারের লতিফ স্টোর, রাহুল স্টোর, আতর আলী স্টোর, মাছ বাজারের পোদ্দার স্টোর ও সুভাষ এন্ড সন্স।

  এসব প্রতিষ্ঠানের মধ্যে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় লতিফ স্টোরকে ৫শত টাকা, রাহুল স্টোরকে ৫শত টাকা, আতর আলী স্টোরকে ৫শত টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে পোদ্দার স্টোরকে ৩হাজার টাকা এবং একই অপরাধে সুভাষ এন্ড সন্সকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ