ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বালিয়াকান্দি থানা ও জামালপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে ডিসি
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৭-১১ ০৫:২৬:৫২

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান গতকাল ১০ই জুলাই বালিয়াকান্দি থানা ও জামালপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন। 

  বেলা সাড়ে ১১টায় তিনি বালিয়াকান্দি থানায় পৌঁছালে পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা ও সালাম জানানো হয়। এরপর থানা পরিদর্শনকালে তিনি মামলা, জিডিসহ বিভিন্ন কাগজ পত্র পর্যবেক্ষণ করেন। পরে তিনি পরিদর্শন খাতায় স্বাক্ষর করে জামালপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

  থানা ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু কায়সার খান সন্তোষ প্রকাশ করেন। তিনি বর্তমানে ডেঙ্গুর বিষয়ে বাসা-বাড়ী, স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস আদালতে পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন।

  এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ