কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক কমিটিই বহাল রাখা হয়েছে।
গতকাল ১৫ই জুলাই বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতিমুলক সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোন্দকার বাসারুল আলম বাপ্পু এই সিদ্ধান্ত জানান।
প্রস্তুতিমুলক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুর সাত্তার খান, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিরন প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোন্দকার বাসারুল আলম বাপ্পু।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলো- বালিয়াকান্দি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ টিটু শেখ, বহরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জল বিশ্বাস, সাধারণ সম্পাদক জুবায়ের শেখ, জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন মাসুদ শিকদার, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, নারুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সুজন শেখ, ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মন্ডল, নবাবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.হাসান আল মামুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রানা মোল্লা, সাধারণ সম্পাদক সতেন্দ্রনাথ মন্ডল।
সভায় আগামী ২৮ শে জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করার লক্ষ্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।