জেলার কালুখালী উপজেলায় বাজার তদারকী অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ১৬ই এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় নিয়মিত অভিযানের অংশ হিসেবে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স বিসমিল্লাহ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে ইমরান স্টোরকে ১হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স মা মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মোঃ রাজিব খান, এএসআই মোছাঃ তাসলিমা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।