ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১৬ ১৫:১৯:১১

 জেলার কালুখালী উপজেলায় বাজার তদারকী অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 গতকাল ১৬ই এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে এই অভিযান চালানো হয়।
 জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় নিয়মিত অভিযানের অংশ হিসেবে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স বিসমিল্লাহ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে ইমরান স্টোরকে ১হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স মা মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
 অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মোঃ রাজিব খান, এএসআই মোছাঃ তাসলিমা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ