ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১৬ ১৫:২০:২৯

 রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বানীবহ উত্তর পাড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে বানীবহ পশ্চিমপাড়া আননূর তাহফিজুল কোরআন মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভূক্তভোগীরা।
 গতকাল ১৬ই এপ্রিল সকাল ১০টায় বানীবহ উত্তরপাড়া নুরমুনমেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বানীবহ ইউনিয়নবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 এতে বানীবহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আকবর, নুরমুনমেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, স্থানীয় কামাল হোসেন ও রূপা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
 মানববন্ধনে বানীবহ উত্তর পাড়ার বাসিন্দা, বানীবহ পশ্চিম পাড়ার বাসিন্দা, নুরমুনমেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, বানীবহ উত্তরপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, দক্ষিণ মাটিপাড়া জামে মসজিদের মুসল্লী, আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী, বানীবহ পশ্চিম পাড়া আননূর তাহফিজুল মাদ্রাসার শিক্ষার্থী, বানীবহ পশ্চিম পাড়া এবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 এ সময় বক্তারা বলেন, বানীবহ উত্তর পাড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে বানীবহ পশ্চিমপাড়া আননূর তাহফিজুল কোরআন মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের জন্য আমরা দাবী জানিয়ে আসছি। প্রশাসনের অনেকেই এই রাস্তা সংস্কারের জন্য পরিদর্শনে এসে আশ্বাস দিয়েছেন। কিন্তু তারা শুধু আশ্বাসই দিয়ে গেছেন কিন্তু কাজ হয়নি।
 বক্তারা আরও বলেন, এই বানীবহ উত্তর পাড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে বানীবহ পশ্চিমপাড়া আননূর তাহফিজুল কোরআন মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় মসজিদ, মাদ্রাসা ও প্রাইমারী স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এই রাস্তা দিয়ে পাঁচ গ্রামের প্রায় ৬ হাজার লোক যাতায়াত করে থাকে। স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা এই সরু রাস্তা দিয়ে আসতে মাঝেমধ্যে দূর্ঘটনার শিকার হয়। এই মাটির রাস্তার পাশেই রয়েছে বড় একটি পুকুর। যার কারণে অনেকেই এই সরু রাস্তা দিয়ে আসতে ভয় পায়। অনেক বাচ্চারা স্কুলে আসা যাওয়ার পথে পুকুরের মধ্যে পড়ে যায়। এই রাস্তা দিয়ে রিকশা, ভ্যান যেতে পারে না। জরুরী রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। কৃষি পণ্য বিক্রির জন্য শহরে নিয়ে যেতে হলেও কয়েক কিলোমিটার পথ ঘুরতে হয়। এতে খরচ যেমন বেড়ে যায়, তেমনি ভোগান্তিও হয়।
 অনেক সময় কেউ মারা গেলে তার খাটিয়াটা এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার মতন জায়গা থাকে না। মৃত মানুষকে খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যাওয়া যায় না। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি দ্রুত আমাদের এই রাস্তাটা সংস্কার করে দিক। এই রাস্তা সংস্কার হলে এলাকাবাসীর চলাচল করতে সুবিধা হবে।
 বানীবহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আকবর বলেন, বানীবহ উত্তর পাড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে বানীবহ পশ্চিমপাড়া আননূর তাহফিজুল কোরআন মাদ্রাসা পর্যন্ত এই এক কিলোমিটার রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা শুধু উন্নয়নের কথাই শুনে যাই। কিন্তু বাস্তবে দেখি না। এখানে সরকারী হালট আছে। এখানে আগে রাস্তা ছিলো। কিন্তু বেশ কিছু পুকুর খনন করার কারণে রাস্তাটা বিলীন হয়ে গেছে। আমাদের দাবী এই সরকারী হালট দিয়ে এই রাস্তা দ্রুত সংস্কার করে চলাচলের উপযুক্ত করা হোক। অন্তত মাটি ফেলে পায়ে হেঁটে চলাচলের মতন রাস্তাটা আমাদের করে দিক। আমরা সরকারের কাছে এই দাবী করছি।
 মানববন্ধন শেষে স্থানীয়রা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন করেন।

 

গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ