ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় গতকাল ১৫ই জুলাই বেলা পৌনে ১২টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদ শেখ (৪০) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন।
নিহত রিক্সা চালক গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ডের আদর্শ গ্রামের এলাকার মৃত আরজু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, জাহিদ শেখ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ব্যাটারী চালিত রিক্সা চালিয়ে মহাসড়ক দিয়ে দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজারের দিকে আসছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির পূর্বাশা (ঢাকা মেট্রো ব-১৫-৪৫৮৫) যাত্রীবাহী বাস পদ্মার মোড় এলাকায় রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে রিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং রিক্সার চালক জাহিদ ঘটনাস্থলেই মারা যায়।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রিক্সা চালকের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছে।