রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামে একটি চায়ের দোকানের ভিতরে জুয়ার আসর থেকে গত ১৫ই জুলাই রাতে ইউপি সদস্যসহ ৬জন জুয়াড়ীকে আটক করেছে ডিবি।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ১৮০ টাকা ও বিভিন্ন রংয়ের এক পেটি তাস জব্দ করা হয়।
আটকৃতরা হলো- আলীপুর গ্রামের মজনু প্রামানিক(৩৮), আরিফ শেখ(৩৪), আলীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কোরবান আলী প্রামানিক(৪৫), ইসলাম মন্ডল(৩৪), খলিল মজুমদার(৫০) ও মোঃ শফিক খা(৪০)।
জানা যায়, গত ১৫ই জুলাই রাতে উল্লেখিতরা আলীপুর গ্রামস্থ জনৈক আসলাম খানের চায়ের দোকানের ভিতর আসর বসিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদে এমন তথ্য পেয়ে ডিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে।