ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পদযাত্রা পালনকে কেন্দ্র করে রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দলীয় কার্যালয় এলাকা রণক্ষেত্র
  • শিহাবুর রহমান/মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৭-১৯ ০৩:৩৯:২৫

বিএনপি’র কেন্দ্র ঘোষিত এক দফা দাবীর পদযাত্রা কর্মসূচী পালনকে কেন্দ্র করে গতকাল ১৮ই জুলাই রাজবাড়ীতে জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
  জানা গেছে, গতকাল ১৮ই জুলাই বেলা সাড়ে ১১টার দিকে শহরের আজাদী ময়দানস্থ জেলা বিএনপির কার্যালয় ও এর আশপাশে সড়কে এ ঘটনা ঘটে। এ সময় দলীয় কার্যালয়ে থাকা চেয়ার টেবিল ও কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।
  নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রের নির্দেশনা ছিল সরকার হটানোর পূর্ব ঘোষিত ‘এক দফা’ আন্দোলনের পদযাত্রায় জেলা বিএনপির খৈয়ম গ্রুপ ও আসলাম-হারুন গ্রুপ এক হয়ে কর্মসূচী পালন করবে। কর্মসূচীকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিসে সকাল থেকেই আসলাম-হারুন গ্রুপের নেতাকর্মীরা সমবেত হতে থাকে। পরবর্তীতে খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে পার্টি অফিসে প্রবেশ করলে আসলাম-হারুন গ্রুপের কিছু লোকজন তাদেরকে ধাওয়া করে। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তখন খৈয়ম গ্রুপের নেতা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফছার আলী সরদারসহ ৪/৫ জন আহত হয় এবং তারা সেখান থেকে পিছু হটে আসে।
  ঠিক এর আধা ঘণ্টা পর জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে বিশাল মিছিল বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুুনরায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। খৈয়ম গ্রুপের লোকজন বেশি থাকায় অবস্থা বেগতিক দেখে আসলাম-হারুন গ্রুপের নেতাকর্মীরা পিছু হটে এবং পার্টি অফিসের মধ্যে কিছু নেতাকর্মী আশ্রয় নিজেদের রক্ষা করে। এক পর্যায়ে খৈয়ম গ্রুপের লোকজন দলীয় কার্যালয় তাদের দখলে নেয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন জন আহত হয়। তবে ঘটনা চলাকালে পুলিশ নীবর ভূমিকা পালন করে। 
  জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ বলেন, সারাদেশের ন্যায় আজ রাজবাড়ীতে এক দফা সরকারের পদত্যাগ দাবীর জন্য পদযাত্রা ছিলো। এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচী। আমরা পদযাত্রা করার জন্য পার্টি অফিসে সমবেত হতে থাকি। কিন্তু খৈয়ম গ্রুপের সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। অফিস ভাংচুর ও কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। এতে আমাদের সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী(৬০) সহ ১০/১২ জন নেতাকর্মী আহত হয়।
  রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ীতে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকারের একটি এজেন্ট হিসেবে কাজ করছে বিএনপির একাংশ। আজকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা একদফা একদাবী বাস্তবায়নে পদযাত্রায় অংশ নিতে পার্টি অফিসে নেতাকর্মীদের সাথে মিছিল নিয়ে যাচ্ছিলাম। কিন্তু তারা আমাদের পার্টি অফিসে ঢুকতে দেই নি। তাদের সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদারসহ আমাদের ১০/১২ জন আহত হয়।
  জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বলেন, আমি জেলা বিএনপির আহ্বায়ক ও এডঃ কামরুল আলম সদস্য সচিব। আমাদেরকে তো মানতে হবে। আমরা পদযাত্রা করবো। আগের দিন সেই পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের এখানে একটা গ্রুপ আছে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও নাসিরুল হক সাবু। আমি সবাইকে নিয়ে প্রস্তুতি মিটিংয়ের আহ্বান করেছিলাম। উনাদের প্রতিনিধি আসলো কিন্তু উনারা আসেন নাই। অনেকেই বললেন যে আলোচনাটা তো উনাদের সাথে হওয়া দরকার। এর আগেও ডাক ছিলাম প্রতিনিধি পাঠায়। উনারা না আসায় আমি সারাদিন ও রাতভরে তাদের সাথে আলোচনা করেছি তাতে দূরত্বটা অনেক কমে আসে। আমি বলি আপনারা একটু বসেন আমাদের সাথে। কিন্তু আমাদের সাথে না বসার কারণে দূরত্বটা থেকেই যায়। আমি বললাম তাহলে আরেকটা ডেট দিই। আজকের প্রোগ্রামটা দুই ভাগে ভাগ করে করি। আমরা রেলস্টেশনের দিকে করি, আপনারা মুরগীর ফার্মের দিকে করেন। আমি প্রশাসনকেও এই কথা বলেছিলাম। কিন্তু উনি বললেন পার্টি অফিসে জমায়েতের কথা। আমি বললাম পার্টি অফিসে জমায়েত, এইটাও হয়। কিন্তু আরেক জায়গা থেকে আসতে প্রশাসন আমাকে বলেছে আরেক জায়গা থেকে আসতে গেলে অন্য অন্য দল থেকে বাধা আসতে পারে। এই কারণে একবারে আসতে উনাকে নিষেধ করা হয়েছে। ভাগ ভাগ করে আসেন। 
  কিন্তু যারা জাতীয়তাবাদী দল করে তারা পার্টি অফিসে ঢুকে তারেক রহমানের ছবি ভাঙবে, শহীদ জিয়াউর রহমানের ছবি ভাঙবে, খালেদা জিয়ার ছবি ভাঙবে এটা কোন বিএনপির দল না, ভাড়াটিয়া দল এবং অপরিচিত এরা।
  হাসপাতাল সুত্রে জানা যায়, ২৬জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে ৫জনকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন গাজীকে গুরতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
  রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান বলেন, বিএনপির আজকে পদযাত্রা ছিলো। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ