ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-২০ ১৩:৪৯:৪৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে গতকাল ১৯শে জুলাই রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর, নতুন বাজার মুরগীর ফার্ম ও সরকারী আদর্শ মহিলা কলেজ এলাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার ও মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করার অপরাধে চরলক্ষীপুর এলাকায় মনিকা ফ্যাক্টারীকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

  এছাড়া নতুন বাজার মুরগী ফার্ম এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে আল মদিনা রেস্টুরেন্টকে ১হাজার টাকা ও সরকারী আদর্শ মহিলা কলেজ এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার এ কর্মকর্তা।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ