ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সেক্রেটারী কাজী ইরাদত আলীর রাজনীতিতে প্রত্যাবর্তন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-২০ ১৩:৫২:৩৪

অসুস্থতার কারণে দীর্ঘদিন রাজনীতির মাঠ থেকে দূরে থাকা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী আবার সক্রিয় হচ্ছেন। 

  গতকাল ১৯শে জুলাই দুপুরে তিনি ঢাকা থেকে রাজবাড়ীতে ফেরার পথে দৌলতদিয়া ফেরী ঘাটে পৌছালে হাজার হাজার মানুষের অভ্যর্থনা এমনটাই জানান দিচ্ছে।

  জানা যায়, অসুস্থতার কারণে ভারতে চিকিৎসা শেষে দীর্ঘদিন তিনি ঢাকার বাসায় বিশ্রামে ছিলেন। এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন।

  গতকাল ১৯শে জুলাই তিনি ঢাকা থেকে দৌলতদিয়া ফেরী ঘাটে এসে পৌছালে মহাসড়কের দুই পাশে শত শত দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানায়। এ সময় সেখান থেকে কয়েকশত মোটর সাইকেল ও বিশাল গাড়ী বহর দিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা করে নেতাকর্মীরা। পথে গোয়ালন্দ মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থলে যান কাজী ইরাদত আলী। সেখান থেকে আসেন প্রাণের সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ে। সেখানে কিছু সময় অবস্থান করে ফেরেন নিজ বাড়ীতে। দীর্ঘদিন পর তিনি ফিরে আসায় রাজনৈতিক অঙ্গনে আবার প্রাণ ফিরে পাবে বলে মনে করছে দলের নেতাকর্মীরা।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ