ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণে রাজবাড়ীতে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম/মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৭-২৩ ০৭:১২:২৫

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণে রাজবাড়ীতে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ২২শে জুলাই বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা যুবলীগ এ সমাবেশের আয়োজন করে।
  তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
  রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ শফিকুল হোসেন ও পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী বক্তব্য দেন। 
  সমাবেশে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
  অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেল।
  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বর্তমান সরকারের আমলে যত ধরণের উন্নয়ন হয়েছে তার চুল পরিমাণ উন্নয়ন বিএনপি-জামাতের আমলে হয়নি। রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে দেশে মেঘা প্রকল্পের কাজ চলমান রয়েছে। পদ্মা সেতুর মতন একটি বড় প্রকল্পের কাজ ইতিমধ্যেই দৃশ্যমান। দেশের এই সকল উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য তারেক জিয়ার নেতৃত্বে ২১শে আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিলো।
  তিনি আরও বলেন, বিএনপি বিভিন্ন ধরণের আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে গদি থেকে নামাতে চাচ্ছে। কিন্তু তাদের এই আন্দোলন দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। জনগণ যদি চায় তাহলে আওয়ামী লীগ সরকার থাকবে, আর যদি না চায় তাহলে থাকবে না। এটাই গণতান্ত্রিক নিয়ম। যুবলীগ আমাদের শক্তি। আজকে যুবলীগ তারুণ্যের জয়যাত্রা করছে। কারণ এই তরুণরাই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠন যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা রাজবাড়ীতে দেখাতে চাই আওয়ামী লীগ কতটা শক্তিশালী। আজ আমরা সমাবেশ করছি, কাল মিছিল নিয়ে মাঠে নামবো। আজকের জয়যাত্রা মধ্যে দিয়ে আমাদের মাঠে নামা শুরু হলো। এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। যতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় না আনতে পারবো ততদিন পর্যন্ত আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে আজকের দিনে এটাই আমাদের শপথ।
  সংসদ সদস্য বলেন, আমরা কখনো নৈরাজ্যের কাছে, অন্যায়ের কাছে, আগুন সন্ত্রাসের কাছে মাথানত করবো না। যারা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক তারা কখনো মাথানত করতে জানেনা। আমরা এই যুবলীগের নেতৃত্বে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা পথে আছি পথেই থাকবো। এটা আজকের দিনে আমাদের শপথ হোক। আমাদের জয়যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা থামবে না যতদিন না পর্যন্ত আমরা শেখ হাসিনাকে পুনরায় আবার ক্ষমতায় না আনতে পারবো।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ