ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৭-২৫ ০৪:০৫:২১

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে গতকাল ২৪শে জুলাই সকালে মতবিনিময় সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

  জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে মতবিনিময় সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বাদল বিশ্বাসসহ উপজেলার মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

  সভায় জানানো হয়, ২৪শে জুলাই থেকে আগামী ৩০শে জুলাই পর্যন্ত এ সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার করা হবে।

  এছাড়া মৎস্য চাষে সফল ব্যক্তি/চাষী/উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং মৎস্যচাষ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ