ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মতবিনিময় সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৭-২৫ ০৪:০৬:০৬

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কতৃক গৃহীত কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ২৪শে জুলাই উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

  উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) আব্দুল মান্নাফ, মৎস্যজীবি বিনয় কুমার বিশ্বাস, জনাব আলী, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তবা রিজু প্রমুখ বক্তব্য রাখেন।

  উল্লেখ্য, ২৪ শে জুলাই হতে ৩০শে জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ