ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৭-২৫ ০৪:০৭:৪৮

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৪শে জুলাই সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

  মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও মৎস্যজীবী বেনু মাধব বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

  মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ