ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকীতে উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৭-২৫ ০৪:১৩:০৭

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গতকাল ২৪শে জুলাই জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস্) মোঃ রেজাউল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আজমীর হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ নুরুজ্জামান ফকীর ও এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।

  সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা। 

  এর আগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ