ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-২৭ ১৬:৫৬:৪৮

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২২জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  গতকাল ২৭শে জুলাই বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।

  সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে সদর হাসপাতালে ৯ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৪ জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৬ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৩ জন রোগী ভর্তি রয়েছে।

  এছাড়াও গত জানুয়ারী মাস থেকে গতকাল ২৭শে জুলাই পর্যন্ত ২২৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৮৯ জন রোগী সুস্থ হয়েছে। বাকি ৩৮ জন এখনো চিকিৎসাধীন রয়েছে। 

  সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটিন বলেন, এখনো এক থেকে দুই মাস ডেঙ্গুর প্রকোপ থাকবে। তাই নিজেদেরকে সচেতন থাকতে হবে। বাড়ীর আশপাশে পানি জমতে দেওয়া যাবে না ও বাড়ীর আঙিনা পরিষ্কার রাখতে হবে।

  তিনি আরও বলেন, জেলার সব হাসপাতাল গুলোতে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। ৫০ টাকা দিয়ে সরকারী হাসপাতাল গুলোতে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ