ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা এডঃ সৈয়দ রফিকুছ সালেহীনের ১ম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৭-২৯ ০২:৫৪:৫৫

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা বারের প্রবীণ আইনজীবি সৈয়দ রফিকুছ সালেহীনের ১য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ২৮শে জুলাই বাদ আছর মরহুমের নিজ বাসভবনে সজ্জনকান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ মোঃ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি এডঃ মোঃ শফিকুল আজম মামুন, এডঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর, অবসরপ্রাপ্ত মেজর মোঃ কামরুল আলম মুকুল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ আবু জাফর ও মরহুমের পুত্র সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন পাপুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

  দোয়া মাহফিল পরিচালনা করেন রাজবাড়ী কোর্ট জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলহাজ¦ মাওলানা মোঃ নুরুল আলম।

  উল্লেখ্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডঃ সৈয়দ রফিকুছ সালেহীন(৮৫) দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ২০২২ সালের ২৫শে জুলাই সকাল সাড়ে ৮টার দিকে তিনি শহরের সজ্জনকান্দাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন বিকাল সাড়ে ৫টায় শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাযা শেষে তার মরদেহ মুরগীর ফার্ম এলাকার ১নং পৌর কবরস্থানে দাফন করা হয়।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ