ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৭-২৯ ০২:৫৬:২৫

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে গতকাল ২৮শে জুলাই সকালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস বক্তব্য রাখেন। 

  বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক মুন্নি আক্তারের সঞ্চালনায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ। 

  অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ বক্তব্য দেন।

  এ সময় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক টিএম নাজমুল হক রাজিব ও অর্থ সম্পাদক মোঃ মাহফুজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মানসিক বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের খেলাধুলা করতে হবে, তাদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে। সঠিক ইতিহাস চর্চার মধ্য দিয়ে শিশুরা বড় হলে তারা প্রকৃত মানুষ হবে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ